কোর আই থ্রি বলতেই আমরা সবাই এক নিমিষেই বুঝে যাই ইন্টেল কোর ফ্যামিলির এন্ট্রি লেভেলের বাজেট প্রসেসরগুলোর কথা যেগুলো কি না অন্যান্য প্রসেসরগুলোর তুলনায় ক্লক স্পিড,কোর থ্রেড কাউন্ট,মেমোরি ওভারক্লকিং বা ক্যাশ মেমোরি এমাউন্ট সবদিক দিয়েই সবথেকে পিছিয়ে।। পারফরম্যান্স ও স্বাভাবিকভাবেই পেছনের দিকেই থাকে।। তবে এই কনসেপ্ট সম্ভবত শেষ হতে চলেছে।ইন্টেলের সদ্য লঞ্চ হওয়া 12th Gen Core i3 12100 কে দিয়ে শেষ হতে চলেছে। স্পেকস যেমনই হোক, থার্ডপার্টি রিভিউতে এর থেকে মিলেছে বেশ কিছু ex-flagship ও ex-budget king এর থেকে বেটার বা সিমিলার পারফরম্যান্স।
স্পেকস ও প্রাইস:
12th gen core i3 12100 এর কোর 4টি ও থ্রেড 8টি। এই ক্ষেত্রে অবশ্য বিগত বছরগুলোতে রিলিজ হওয়া core i3 10100 ও 11100 এর সাথে কোনো পার্থক্য নেই 12100 এর। বেস ক্লক স্পিড 3.3 GHz ও বুস্ট ক্লক 4.3 GHz ।L3 Cache দেওয়া হয়েছে 12 MB ,base TDP 60 ওয়াট ও MAX TDP 89 ওয়াট।দুটি স্লট মিলিয়ে সর্বোচ্চ 128 গিগাবাইট পর্যন্ত ram ইনস্টল করা যাবে। DDR4 3200Mhz এবং DDR5 4800Mhz স্পিডের র্যাম লাগাতে পারবেন।